ক্ষমতায় থেকে আ’লীগ সরকার ইতিহাস বিক্রি করছে : মান্না
- আপডেট সময় : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিক্রি করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জনগণেরে অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় আছে সরকার। আর, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গণঅভ্যুত্থানে এই সরকারের পতন ঘটবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে রাজধানীর পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশ করে গনতন্ত্র মঞ্চ।
সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় না বর্তমান সরকার৷
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে গুম-খুন-হামলা চালাচ্ছে আওয়ামী লীগ।
নাগরিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের জনগণ এখন সরকার পরিবর্তন চায়।
সমাবেশে নির্যাতন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।