ফরিদপুরে ৩৮ ঘন্টার ধর্মঘটে ভোগান্তি বেড়েছে যাত্রীদের
- আপডেট সময় : ০৬:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ফরিদপুরে ডাকা ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভ্যন্তরীণ উপজেলাগুলোর পাশাপাশি রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুরের সাথেও চলছে আন্তঃজেলা পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তি বেড়েছে এসব রুটের যাত্রীদের।
ফরিদপুরে ডাকা ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাশের জেলা- রাজবাড়ীতেও পরিবহন ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, ফরিদপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক পরিষদ ফরিদপুরে ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য তাদের চিঠি দিয়েছেন। এরই প্রেক্ষিতে রাজবাড়ী থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ফরিদপুরগামী যাত্রীরা। তবে সমাবেশে যোগ দিতে দু’দিন আগেই বিভিন্নভাবে ফরিদপুরে পৌঁছেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে মাগুরা হয়ে খুলনা-যশোর থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ থাকায় এ রুটের যাত্রীরা ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এতে ভাড়ার সাথে বেড়েছে ভোগান্তিও।
ফরিদপুরে বাস-মিনিবাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে মাগুরা-ঝিনাইদহের যাত্রীরা। ঝিনাইদহ থেকে মাগুরা হয়ে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, মাদারীপুরগামী দুরপাল্লার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী বাসগুলো একন যমুনা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে। এতে একদিকে ভোগান্তি, অন্যদিকে বিপুল অর্থব্যয় বেড়েছে যাত্রীদের।