ধর্মের দোহাই দিয়ে একটি মহল দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে : আমির হোসেন আমু
- আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ধর্মের দোহাই দিয়ে একটি মহল দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। আর কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, ধর্মের নামে কিছু জঙ্গি গোষ্ঠী ও রাজনৈতিক দল দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা নষ্টে তৎপরতা চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর নটরডেম কলেজ প্রাঙ্গনে কারিতাসের জাতীয় পর্যায়ে সূবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
একটি মহল দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে, আর সব রাজনৈতিক দল তাতে অংশগ্রহণ করবে।
জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ নির্মূল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গিকার শীর্ষক সেমিনারের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে যারা দেশে সাম্প্রদায়িকতার বিষ পাষ্প ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের ধারাবাহিকতা থাকলে দেশে কোনো জঙ্গি গোষ্ঠি তৎপরতা চালাতে পারবে না বলেও জানান আমির হোসেন আমু।