সংকট সমাধানে তরুণরা উদাহরণ সৃষ্টি করতে পারে : সজীব ওয়াজেদ জয়
- আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
যে কোন সংকট সমাধানে তরুণরা উদাহরণ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই’র চেয়ারপার্সন সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। বিকেলে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২।
সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৮ বছরে দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের-নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষমতায়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়ে আসছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরআই’র ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, সংকটে তরুণরাই সমস্যা সমাধানে উদাহরণ সৃষ্টি করবে।
আত্মবিশ্বাস ও দেশপ্রেম থাকলে বিশ্ব দরবারে দেশকে তরুণরা এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সারাদেশে তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০ সংগঠকের হাতে পুরষ্কার তুলে দেন সজীব ওয়াজেদ জয়।