দেশের শতভাগ মানুষকে ব্যাংক হিসেবের আওতায় আনা হবে : জয়
- আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের শতভাগ মানুষকে ব্যাংক হিসেবের আওতায় আনা হবে। তিনি বলেন, একইসঙ্গে শতভাগ ডিজিটালাইজড করা হবে সরকারি সকল সেবা। সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম-বিনিময়ের উদ্বোধন শেষে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।
ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম-আইডিটিপি হিসেবে যাত্রা শুরু করেছে ‘বিনিময়’। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে লেনদেনের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সাশ্রয়ী ও সহজে সম্পন্ন করা যাবে কর্মচারিদের বেতন, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ এবং ই-কমার্স লেনদেন।
আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম ‘বিনিময়’ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পরে তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সব কার্যক্রম করা হয়েছে নিজেদের পরিকল্পনায়।
দেশকে আরও এগিয়ে নিতে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান এই উপদেষ্টা।
এর আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিনিময়’ হবে সকলের জন্য একটি স্বাধীন ও সহজ আন্তঃলেনদেনের ঝুকিমুক্ত প্ল্যাটফর্ম।
দেশকে আরও একধাপ এগিয়ে নিতে লেনদেনের এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহবান জানান আইসিটি প্রতিমন্ত্রী।