কুড়িগ্রামে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা
- আপডেট সময় : ০২:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
টানা এক সপ্তাহ ধরে কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ। ফলে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিশেষত শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন রোগে ভুগছেন। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪৮টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৮২ জনেরও বেশি শিশু। আর ডায়রিয়া ওয়ার্ডে ১২টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে শিশু ও বৃদ্ধসহ ২৭ জন। আবহাওয়ার পরিবর্তন ও শীতের প্রভাবে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত এ সব রোগী।
ঠান্ডার কারণে প্রথমত জ্বর সর্দি হলেও স্থানীয় চিকিৎসকের দেয়া ঔষধে সমাধান না হওয়ায় ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ বাড়ি ফিরছেন । আবার প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী।
হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যা বেড়েছে জানিয়ে আবাসিক চিকিৎসক জানান, সীমিত জনবল দিয়েই সেবা দেওয়া হচ্ছে।
শীতে বিভিন্ন রোগ ব্যাধী থেকে রক্ষা পেতে করণীয় ও পরামর্শ দেন স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
শুধু কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন ১২শ’ থেকে ১৩শ’ রোগী। আর প্রতিদিনই ভর্তি থাকছে ২শ’ থেকে আড়াইশ রোগী।