জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে আশা জাপানী রাষ্ট্রদূতের
- আপডেট সময় : ০৯:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
কেউ আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখে বিশ্বের কোথাও এমন অভিযোগ শুনিনি বলে মন্তব্য করেছেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, এমনটাই জাপানের প্রত্যাশা।
দুপুরে রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান জাপানের রাষ্ট্রদূত। সংঘাতমুক্ত পরিবেশ এবং অংশগ্রহণমূলক নির্বাচনই জাপান চায় বলে জানান ইতো নাওকি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনীতি। নির্বাচন আয়োজনে বিরোধী দল নির্দলীয় সরকারের দাবী থাকলেও তা মানতে নারাজ সরকারি দল।
এমন পরিস্থিতি রাজধানীর গুলশানে, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই জাপানের প্রত্যাশা।
তিনি বলেন, আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের অংশ গ্রহণ দেখতে চায় জাপান।
রোহিঙ্গা প্রত্যাবার্সন নিশ্চিতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
জাপানি বাজারে পন্যের শুল্কমুক্ত সুবিধার প্রশ্নে ট্র্যাক্স আইন সংশোধন করা প্রয়োজন বলেও জানান ইতো নাওকি।