ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে অবশেষে নীরবতা ভাঙ্গলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- আপডেট সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে অবশেষে নীরবতা ভাঙ্গলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজ ক্লাবকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন সিআর সেভেন।
তাকে জোর করে ক্লাব থেকে বের করে দেয়ার চেস্টা হয়েছিলো। কোচ এরিক টেন হাগ ও ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রোনালদো। কোচের প্রতি তার কোন শ্রদ্ধাবোধ নেই বলেও জানিয়েছেন পর্তুগীজ যুবরাজ।
ম্যানচেস্টার ইউনাইটেডে সুখে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। বিভিন্ন ঘটনায় তা আগেই স্পষ্ট ছিল। চলতি মৌসুমে কোচ এরিক টেন হাগ ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোর সঙ্গে বনিবনা হচ্ছে না। প্রাক-মৌসুম পর্বে রোনালদোর অনুপস্থিতি দিয়ে শুরু, সেটি এখন তিক্ততায় পরিণত।
রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে ম্যান ইউতে যোগ দিয়েছিলেন রোনালদো। সেই প্রিয় ক্লাবটিতেই প্রতিনিয়নত সইতে হয়েছে অবজ্ঞা, বসিয়ে রেখেছে সাইড বেঞ্চে। আর কতদিন মুখ বন্ধ করে রাখবেন রোনালদো? তাই বিশ্বকাপ বিরতিতে যাওয়ার সময় পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে বোমা ফাটালেন সিআরসেভেন।
কোচ এরিক টেন হাগ ও ক্লাব–সংশ্লিষ্ট বিষয়েও ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা। কোনো রাখঢাক না রেখেই বলেছেন, কোচের প্রতি তাঁর কোনো সম্মান নেই।
স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয়নি বলেও মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।