সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি
- আপডেট সময় : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
১০ ডিসেম্বর নয়াপল্টনে গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
একইসঙ্গে সারাদেশে সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতাব বন্ধের দাবি জানিয়েছেন দলটির নেতারা। গোয়েন্দা ঝুঁকি বিশ্লেষণ করেই, ঢাকায় বিভাগীয় গণসমাবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
১০ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় গণসমাবেশের অনুমতি ও নিরাপত্তার জন্য আবেদন নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন দলটির ৭ সদস্যের প্রতিনিধি দল।
ঘন্টাব্যাপি আলোচনার পর সাংবাদিকদের বিএনপি প্রতিনিধিরা জানান, ১০ ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে করা হবে। সমাবেশকে কেন্দ্র করে, যাতে গণপরিবহন বন্ধ করা না হয়-সেব্যাপারেও সহযোগিতা চান তারা।
ঢাকাসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার চলছে অভিযোগ করে, বিএনপি নেতারা তা বন্ধে ডিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।
গোয়েন্দা তথ্য বিশ্লেষন ও থ্রেট এনালাইসিস করে অনুমতির কথা ভাবা হবে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-কমিশনার।
অনুমতি দেয়া হলে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে বলে জানান ফারুক হোসেন।
এদিকে, গণঅভ্যুত্থান সৃষ্টিতে যুগপৎ আন্দোলনের জন্য লক্ষ্য ও রূপরেখা তৈরিতে শিগগিরই লিয়াজোঁ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে মাঠে থাকবেন তারা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে গণতন্ত্র মঞ্চের ৭ দলের সঙ্গে সংলাপে বসেন বিএনপি নেতারা।
বৈঠক শেষে , সাত দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সামনে বিএপির সাথে মাঠে থাকবেন তারা।
সরকার রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্র মেরামত করা প্রয়োজন। জাতীয় সরকার গঠন করে সেই মেরামতের কাজ শুরু করতে চান তারা।
শিগগিরই যুগপৎ আন্দোলনের রূপরেখা গঠনে লিয়াজো কমিটি করা হবে বলেও জানান, মির্জা ফখরুল।