গণমাধ্যমে মিথ্যা খবর না দেয়ার অনুরোধ কাদেরের
- আপডেট সময় : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, নিহত ব্যক্তির সাথে সম্মেলনের কোনো সম্পর্ক নেই।
গণমাধ্যমকে মিথ্যা খবর না দেয়ার অনুরোধও করেন তিনি। সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি জানান, শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন করা হচ্ছে।
১৬ নভেম্বর থেকে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স করা যাবে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।
সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা সম্মেলনে আওয়ামী লীগের দু’পক্ষ এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় এ বিষয়ে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
তিনি দাবি করেন, সুনামগঞ্জের দিরাইয়ে সম্মেলনে কোনো সংঘর্ষ হয়নি। এক জন নিহত হওয়ার ঘটনার সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক নেই।
সভায় ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে উন্নয়ন সুফল পাওয়া যাবে না। এ লক্ষে সড়ক-পরিবহন আইন পাশ করা হচ্ছে বলেও জানান তিনি ।
এসময় গণমাধ্যম কর্মীদের আওয়ামী লীগের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।