২৪ নভেম্বর থেকে অভ্যন্তরীন রুটে বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে- এয়ার এ্যাস্ট্রা
- আপডেট সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আগামী ২৪ নভেম্বর থেকে অভ্যন্তরীন রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে নতুন বেসরকারি এয়ারলাইন্স- এয়ার এ্যাস্ট্রা।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার এ্যাস্ট্রার উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, এয়ার এ্যাস্ট্রা চালু হওয়ায় অভ্যন্তরীণ রুটের যাত্রীদের পছন্দের সুযোগ বাড়লো। তারা সেবার মান ও নিরাপত্তা বজায় রেখে ফ্লাইট পরিচালনা করবে বলে আশা করেন তিনি।
আকাশে উড়তে কার না ভালো লাগে। বিশাল নীল আকাশে বিচরনের জন্য প্রস্তুত নতুন এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা।
দীর্ঘ ৯ বছর পর দেশে নতুন এয়ারলাইন্সের আত্নপ্রকাশ। আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩ টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এয়ার এ্যাস্ট্রার উদ্বোধনের পাশাপাশি এয়ার তাদের অফিসিয়াল ওয়েবসাইট চালু করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
নতুন এয়রালাইন্স চালুর ফলে অভ্যন্তীন রুটে যাত্রীদের পছন্দের পরিধি বাড়লো বলে জানান মাহবুব আলী।
৭২ জন যাত্রী বহনকারী দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটএরই মধ্যে ঢাকায় এনেছে এয়ার অ্যাস্ট্রা। আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই আনা হবে।