সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ শুরুর তাগিদ তুরস্কের রাষ্ট্রদূতের
- আপডেট সময় : ০৯:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দু’দলের সংলাপ জরুরি বলে মনে করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, সরকারের উচিত গ্রহনযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করা। রাজধানীর গুলশানে মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তুর্কি রাষ্ট্রদূত। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যু চাঙ্গা রাখতে তুরস্ক কাজ করছে বলেও জানান মোস্তফা ওসমান তুরান।
আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের অবস্থান সুসংহত করতে মরিয়া তুরস্ক। বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিশেষ জোর দিচ্ছে দেশটি।
এমন বাস্তবতায় রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে ‘মিট দ্য অ্যাম্বাসেডরে যোগ দেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কূটনৈতিক ও ব্যবসায়ীরাএতে অংশ নেন।
এতে গুরুত্ব পায় আগামী নির্বাচন ও সংলাপ প্রসঙ্গ। নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় মন্তব্য করলেও, রাষ্ট্রদূত বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই।
অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে মন্তব্য করে তিনি বলেন, তবে মানুষের মত প্রকাশের স্বাধীনতার সুযোগ অবারিত হওয়া প্রয়োজন।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার পাশাপাশি আন্তর্জাতিকভাবে ইস্যুটি ধরে রাখতে কাজ করছে তুরস্ক বলে জানান রাষ্ট্রদূত।
আগামী বছর যে কোনো সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা সফর করবেন জানান মুস্তাফা ওসমান তুরান।