রাজধানীর শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসব উদযাপিত
- আপডেট সময় : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
অতীতের মতো এবারও নবান্ন উৎসব আয়োজন করলো শিল্পকলা একাডেমি। উন্মুক্ত মঞ্চে নৃত্য ও সংগীতের পাশাপাশি নানা ব্যঞ্জনায় উৎসবের ২৪তম বার্ষিকী পালন করলো জাতীয় নবান্ন উৎসব পর্ষদ কমিটি। আর এই ‘নবান্ন উৎসব’র মধ্যদিয়ে হাজার বছরের গ্রামীণ সংস্কৃতির শ্বাদ আচ্ছাদন করলো শহরে মানুষ। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, গ্রাম বাংলার এ উৎসব ক্রমান্বয়ে নগরকেন্দ্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। আয়োজকরা।
চিরায়ত গ্রামবাংলার আবহমান সংস্কৃতিকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে, শুরু হয় ২৪ তম নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা।
রাজধানীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সংস্কৃতিমনা সব শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ উৎসব রূপ নেয়
মিলন মেলায়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে শেকড়ের কাছে নিয়ে যেতেই এই উদ্যোগ।
বারো মাসে তের পার্বন-এটাই বাঙালীর ঐতিহ্য। আর এই ঐতিহ্য ও সংস্কৃতিকে বিলুপ্তি হতে দিলে চলবে না বলে জানান অতিথিরা।
প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেই এগিয়ে যাবে আগামী প্রজন্ম।
লোকজ সংস্কৃতিকে ধারণ করে পিঠা-পুলির নানন্দনিক উপস্থাপনায় ছিলো শীতের আগমনী বার্তা। সুরের মুর্ছনায় আর বৈচিত্রময় আয়োজনে নবান্ন উৎসবে বিমুগ্ধ সবাই।