মাদারীপুরে অচল আবহাওয়া পর্যবেক্ষণাগার
- আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ১৮২৯ বার পড়া হয়েছে
মাদারীপুরে অচল আবহাওয়া পর্যবেক্ষণাগার। সারিয়ে তোলার কোন তাগিদ নেই। পড়ে পড়ে নষ্ট হচ্ছে দামী যন্ত্রপাতি। আবহাওয়ার আগাম বার্তা না পওয়ায় সবচে বেশি ক্ষতিগ্রস্থ এলাকার কৃষক। অভিযোগ রয়েছে, কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
১৯৭৪ সালে মাদারীপুরের কুলপদ্বীতে বলরাম সাহার পৈত্রিকভিটায় নির্মিত হয় প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষনাগার। এর চার বছর পর ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় কেন্দ্রটি।
ভবনটি অপসারণে টেন্ডার আহবান করা হয়। এরপরেও ভাঙা সম্ভব হয়নি। সেই ভবনেই এখনো চলছে অফিসের কার্যক্রম।
বায়ুর চাপ ও তাপমাত্রা নির্ণয়, বাতাসের আর্দ্রতা পরীক্ষা, বৃষ্টিপাত মাপা যন্ত্র, সূর্য্যরে কিরণ পরীক্ষা মেশিনসহ ১৩টি যন্ত্র বসানো হয় এখানে। এর অধিকাংশই অকেজো হয়ে পড়ে রয়েছে।
অভিযোগ রয়েছে, কর্মকর্তারা নিয়মিত অফিস না করায় ভবনের ভেতর বাড়ছে মাদকসেবীদের আড্ডা। আর অযন্ত-অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।
তবে জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা কর্মকর্তাদের।
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন।
প্রতিদিন জেলা প্রশাসনকে আবহাওয়ার বার্তা দেয়ার জন্য ১১ জনের বিপরীতে কর্মরত মাত্র ৪ জন।