গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামার আহ্বান ডক্টর কামাল হোসেনের
- আপডেট সময় : ০৯:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
মৌলিক অধিকারের বিষয়ে দেশবাসীকে সচেতন হওয়ার তাগিদে দিয়ে, গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি দেশ ও সংবিধান রক্ষায় সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন।
সংবিধানের ৫০ বছর পূর্তি ও নাগরিক ভাবনা নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণফোরাম।আপস…
মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রেখে, দেশগঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিরোধী দলের সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের সমালোচনা করেন। তিনি সব রাজনৈতিক দলের সাথে সরকারকে সংলাপে বসার আহবান জানান।
মানুষ মৌলিক অধিকারের বিষয় সচেতন হোক, সরকার তা চায় না বলে মন্তব্য করেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন।
গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সুষ্ঠু নির্বাচনেরওপর গুরুত্বারোপ করেন তিনি।
জনগণের পাশে সক্রিয় থাকতে গণফোরামের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের আহব্বান জানান ডক্টর কামাল হোসেন।