বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুশিয়ারী পিপলস লিজিং আমানতকারীদের
- আপডেট সময় : ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসে-এর ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত না দিলে, রাজপথে আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। রাজধানীতে আমানতকারীদের সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তারা। প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান হাসান শাহেদ ফেরদৌস বলেন, আগামী বছর এক হাজার আমানতকারীকে তাদের জামানত ফেরত দেয়া হবে।
পিপলস লিজিং এন্ড ফিনান্সয়াল সার্ভিসের ৬ হাজার ক্ষুদ্র আমানতকারী তাদের জামানত ফিরে পেতে রাজধানীর গুলশানে সাধারণ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আমানতের টাকা ফেরত দানের দাবি জানান, ক্ষুব্দ সদস্যরা।
আমানতের টাকা নিয়ে যারা বিদেশে পালিয়েছে, তাদের শাস্তি দাবি করেন, কাউন্সিলের প্রধান সমন্বয়ক। বলেন দাবী আদায়ে রাজপথে নামবেন তারা।
এসময়, পিপলস লিজিংয়ের নতুন চেয়ারম্যান শাহেদ ফেরদৌস, জামানতের টাকা ফেরত প্রদান প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন।
জমা করা অর্থ দ্রুত ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আমানতকারীরা।