চট্টগ্রামের কালুরঘাটে পুলিশ ফাঁড়িতে হামলা
- আপডেট সময় : ০২:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কালুরঘাটে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নাজমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তিন হিজড়াসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, হানিফ নামের এক মাদক ব্যাবসায়ী কালুরঘাটের বালুরটাল এলাকায় একটি হিজড়া পাড়াকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল।
গেল রাতে পুলিশ হানিফকে গ্রেফতার করে। এই খবর পেয়ে অন্তত একশো হিজড়াসহ দুই শতাধিক দুর্বৃত্ত কালুরঘাট ফাঁড়িতে হামলা চালায়। এসময় ফাঁড়ি ভাংচুর ও সেখানে কর্মরত পুলিশ সদস্যদের আহত করে হানিফকে ছিনিয়ে নিয়ে যায় তারা। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালালে নাজমা নামের এক নারী হামলাকারী গুলিবিদ্ধ হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৩ হিজড়াসহ ৮ হামলাকারীকে গ্রেফতার করে।