ন্যায়বিচার না করলে কারো রেহাই হবে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ন্যায়বিচার না করলে কারো রেহাই হবে না বলে বিচারপতিদের প্রতি হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, লড়াই শুরু হয়েছে, আর একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে মানুষ রাস্তায় নেমে পড়েছে।
জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উত্তরবঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে মানুষকে আরও জাগিয়ে তুলতে হবে।
দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিচারে বিচার বিভাগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
সরকারের অপশাসনে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়ায় ব্যবসায়ীরা খারাপ সময় পার করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর