যশোরে প্রধানমন্ত্রীর কালকের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগের
- আপডেট সময় : ০৩:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যশোর আওয়ামী লীগ। নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির সাম্প্রতিক যে কোনো গণসমাবেশের চেয়ে বড় জমায়েত করতে চায় দলটি। পুরো শহরকেই সমাবেশস্থলে পরিণত করার প্রস্তুতি নিয়েছে তারা। কয়েক লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
২৪ নভেম্বর যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর আগমনের বার্তায় শুধু যশোর নয়, গোটা দক্ষিণাঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু ১৯৭২ সালে একই স্টেডিয়ামেই বক্তব্য দিয়েছিলেন। কয়েক লাখ মানুষের অবস্থান নিশ্চিত করতে স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারি ভেঙে আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ ও পৌর পার্কের একাংশের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার টাঙিয়েছেন নেতারা। একাধিকবার স্টেডিয়াম পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতসহ সিটি কপোরেশন ও কবি মাইকেল মধুসূদন দত্তের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাবে এলাকাবাসী।
সর্বশেষ পাঁচ বছর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা।