২২ বছরেও শেষ হয়নি খুলনার কপিলমুনি ও সাতক্ষীরার কানাইদিয়া পয়েন্টে কাজ
- আপডেট সময় : ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
ব্রিজ বানাতে কংক্রিটের পিলার উঠেছিলো কপোতাক্ষ নদের খুলনার কপিলমুনি ও সাতক্ষীরার কানাইদিয়া পয়েন্টে। অজ্ঞাত কারণে ২২ বছরেও শেষ হয়নি কাজ। দাঁড়িয়ে থাকা পিলারগুলো হতাশা বাড়িয়েছে মানুষের।
দুই জেলার লাখো মানুষ বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন। ব্রিজের নির্মাণ কাজ শেষ করার দাবিতে চলছে মানববন্ধনসহ নানা কর্মসূচি। সংসদ সদস্যরা বলছেন, নতুন ডিজাইনে নির্মাণ করা হবে এই ব্রিজ।
কপোতাক্ষ নদের ওপর ব্রিজ নির্মাণের পরিকল্পন ব্রিটিশ শাসনামল থেকেই। কানাইদিয়া-কপিলমুনি ব্রিজ সাতক্ষীরা সদর হয়ে কলকাতা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনার উদ্যোগ নেয়া হয়।
দেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও সাতক্ষীরা জেলার যোগাযোগ ব্যবস্থা জোরালো করতে এই সেতু নির্মাণ জরুরী।
দীর্ঘ ২২ বছর পার হলেও নতুন করে ব্রিজটি নির্মাণ হয়নি আজও। কাজের মান উন্নয়নের জন্য বাজেট বাড়িয়ে করা হয় দুই কোটি ৩৬ লাখ টাকা। প্রথমে ২০০০ পরে ২০০৩’র আংশিক কাজ শেষে নির্মাণ বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান।
কানাইদিয়া-কপিলমুনি পয়েন্টে ব্রিজ নির্মিত হলে দুই জেলার মানুষ উপকৃত হবে বলে জানান, জনপ্রতিনিধিরা।
ব্রিজ নির্মাণে নতুন প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় প্রকৌশলীরা।
নদী বাঁচিয়ে নতুন ডিজাইন করে ব্রিজ নির্মাণের চেষ্টা অব্যহত রয়েছে জানান, সংসদ সদস্যরা
আর ব্রিজ নির্মাণে বাস্তবায়ন দেখতে চায় স্থানীয়রা।