জলবায়ু পরিবর্তনে হুমকিতে পড়ছে দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষীরা
- আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমেই হুমকিতে পড়ছে দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষীরা। এ অঞ্চলের নদ-নদীতে উজানের মিঠা পানি প্রবাহের অভাবে এবং তাপমাত্রা বৃদ্ধি সাথে সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে।
বৃষ্টি কম হওয়ায় মাছের স্বাভাবিক প্রজনন ও বিচরণ ব্যাহত হচ্ছে–বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আর মৎস্য কর্মকর্তারা বলছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষীদের সহযোগিতা করা হচ্ছে।
পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন তথা দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অথচ অভ্যন্তরীণ মুক্ত জলাশয় যেমন-নদী, খাল, বিলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন মৎস্য ও চিংড়িচাষিরা।
মৎস্য কর্মকর্তারা বলছেন, মৎস চাষীদের প্রশিক্ষণ দেয়াসহ জলবায়ু পরিবর্তন জনিত কারণে ঘের খতিগ্রস্থদের সহযোগিতা করা হচ্ছে ।
জলবায়ু বিশেষজ্ঞ বলছেন,কম বৃষ্টিপাতের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার সমস্যা দিনে দিনে আরও প্রকট হয়ে উঠছে। এতে মাছের প্রাকৃতিক উৎস কমে যাওয়ার কারণে চাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষজ্ঞ বলছেন, জলবায়ু পরিবর্তনে কারনে কোম্পানিগুলোতে কর্মরত আরো পঞ্চাশ হাজার শ্রমিকের ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ছে।