বাংলার মানুষ আর আওয়ামী লীগের ভাঙ্গা নৌকায় উঠতে চায় না : ফখরুল
- আপডেট সময় : ০৭:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বাংলার মানুষ আর আওয়ামী লীগের ভাঙ্গা নৌকায় উঠতে চায়না। আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে, জনগণ তাদের বিদায় করে দেবে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার গণসমাবেশে তিনি আরও বলেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীরা জামানত হারাবে। বিএনপির আন্দোলনের ভয়ে আবারও আগুন সন্ত্রাসের নাটক সাজাচ্ছে সরকার।
বিএনপির চলোমান গণসমাবেশর অংশ হিসেবে অনুষ্ঠিত হলো কুমিল্লা বিভাগীয় গণ সমাবেশ।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে এই সমাবেশ যোগ দেন কুমিল্লা, চাঁদপুর, ও ব্রাহ্মনবাড়িয়া জেলার হাজারো নেতা-কর্মী।
নির্ধারিত সময়ের আগেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ন হয়ে গেলে, এগারো টায় শুরু হয় সমাবেশ।
সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশকে ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে দিয়েছে। গণতন্ত্রকেও নির্বসনে পাঠিয়েছে। আগামীতে দলের কর্মী হত্যার প্রতিশোধ হিসেবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ১৪ বছরে আওয়ামী লীগের জুলুম নির্যাতন আর লুটপাটে অতিষ্ট দেশের মানুষ। তাই আগামীতে আওয়ামী লীগের ভাঙ্গা নৌকায় উঠতে চায়না জনগণ।
বিএনপির আন্দোলন ভয় পেয়ে এখন গায়েবি মামলা দিতে শুরু করেছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোন নির্বাচন করতে দেয়া হবেনা বলে আবারো সর্তক করেদেন মির্জা ফখরুল।
খালেদা জিয়ার মুক্তিসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালবে বলেও জানান বিএনপি মহাসচিব।