কোড অব কনডাক্ট না মানলে, বিদেশি রাষ্ট্রদূতদের ব্যাপারে ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্রেরই কল্যাণ হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বিদেশিরা তাদের নিজেদের দেশের স্বার্থে কাজ করে। ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী ‘আন্তর্জাতিক চ্যারিটি বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিরোধী দলকে বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে দেশের জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে, ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ‘আন্তর্জাতিক চ্যারিটি বাজার’ উদ্বোধন করেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, ফোসা’র একমাত্র লক্ষ্য মানব কল্যান।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, বিরোধী দলের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই, দেশের মানুষ যাকে মনে করবে তাকেই ভোট দেবে।
তিনি বলেন, কোড অব কনডাক্ট না মানলে, বিদেশী রাষ্ট্রদূতদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
জাপানের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে বলেও জানান ড. এ কে আব্দুল মোমেন