বড় অঙ্কের অর্থ লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর কেরানীগঞ্জ থেকে এক ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড় অংকের অর্থ লেনদেনে সর্তক থাকার পরামর্শ দিয়েছে গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ এ সব কথা বলেন। তিনি জানান, গত ১৩ নভেম্বর দুপুরে ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ ৮৫ লাখ টাকা নিয়ে আব্দুল্লাপুরের সাউথ ইস্ট ব্যাংকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতনামা ১০ / ১২ জন ডাকাত কেরামত ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তার টাকা ছিনিয়ে নেয়। গত শুক্রবার সাভারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লালবাগ বিভাগের ডিবি তাদের গ্রেপ্তার করে। বড় অংকের অর্থ লেনদেনে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।