তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের মাঝে শঙ্কার সৃষ্টি : বিজিএমইএ সভাপতি
- আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
গ্যাস ও বিদ্যুৎ সংকট, তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের মাঝে শঙ্কার সৃষ্টি করেছে বলে জানিয়েছেন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এই প্রদর্শনীর মাধ্যমে আরও নতুন নতুন ক্রেতা পাওয়ার কথাও জানান আয়োজকরা।
রাজধানীর এক হোটেলে ‘মেড ইন বাংলাদেশ উইকের সফলতা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন..বিজিএমইএ।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি জানান, ‘মেইড ইন বাংলাদেশ উইক সফল হয়েছে, নতুন রাষ্ট্র ইরাক থেকে অর্ডার পাওয়া গেছে।
গ্যাস ও বিদ্যুতের সংকট, তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের মাঝে শঙ্কার সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।
পোশাক শিল্প খাত আরো বিস্তৃত ও টেকসই করতে মেইড ইন বাংলাদেশ উইক সহায়ক ভুমিকা রাখবে বলেও জানান তিনি।