রাজশাহীতে চলছে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি
- আপডেট সময় : ০৩:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৮৫২ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগের থানায় থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলার হিড়িক পড়েছে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন শতাধিক নেতাকর্মী। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে দলটির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ গায়েবী মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে আইজিপি বলছেন, তারা পেশাদারিত্বের সাথেই কাজ করছে।
রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে এখন বেশ চাঙ্গা বিএনপির ঘরোয়া রাজনীতি। গণসমাবেশ সফল করতে জেলা-উপজেলায় চলতে প্রস্তুতি সভা। তবে সভার নামে বিএনপি সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা করছে-এমন অভিযোগ এনে এই বিভাগের প্রায় প্রতিটি থানাতেই মামলা করেছে পুলিশ। যদিও মামলাগুলোর এজাহারের ভাষা একই। শুধু আসামী ও ঘটনাস্থল ভিন্ন।
বিএনপি শীর্ষ নেতারা বলছেন, মামলাগুলোর সাক্ষীরাও জানেন না কী ঘটনা ঘটেছে। অথচ পুলিশ গায়েবী দিয়ে হয়রানি করছে নেতাকর্মীদের।
আওয়ামী লীগের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে আসছে উল্লেখ করে পুলিশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি
তবে হয়রানিমূলক মামলার অভিযোগ উড়িয়ে দিয়ে আইজিপি জানান, পুলিশের অভিযানের ভিত্তিতেই মামলা হচ্ছে।
এসব মামলায় গ্রেফতার হয়েছে শতাধিক বিএনপির নেতাকর্মী।