অভিনয়ে ফিরলেন উপমা

- আপডেট সময় : ০৪:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : দীর্ঘ তিন বছরের বিরতির পর অভিনয়ে ফিরলেন মডেল-অভিনেত্রী উপমা। সম্প্রতি তিনি নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়াও নতুন দুইটি বিজ্ঞাপনের কাজও শেষ করেছেন উপমা।
অভিনেত্রী উপমা বলেন, ‘লেখাপড়ার কারণে তিন বছর সকল ধরনের কাজ থেকে বিরতি নিয়েছিলাম। এবার ওয়েব সিরিজ দিয়েই আবার কাজে নিয়মিত হচ্ছি। এর মধ্যে দুটি টিভিসির কাজও করেছি। আমার বিশ্বাস আমার অভিনয় দিয়ে আমি আবার দর্শকদের মনে জায়গা করে নিতে পারব।’
উল্লেখ্য, একুশে টিভি, চ্যানেল আইসহ বেশ কিছু টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন উপমা। আমেরিকা এবং সিঙ্গাপুরে গিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। কাজ করেছেন বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিওতে।
অভিনয়ের পাশাপাশি উপমা একজন সফল উদ্যোক্তা। খুলনায় তার কৃষি ও মাছের খামার রয়েছে। এছাড়া ব্লাড ডোনেশনসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিয়মিত নিজেকে সম্পৃক্ত রাখতে পছন্দ করেন তিনি।