দেশ রক্ষায় নৌকার পক্ষে ভোট দিন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পোলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। জেলা সমাবেশ হলেও নিষেধ উপেক্ষা করে আশপাশের জেলাগুলো থেকে সমাবেশে আসেন কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ। রং বেরংয়ের পোষাকের সাথে ব্যানার ফেস্টুন হাতে উৎসব মুখর পরিবেশে জনসভায় যোগ দেন তারা। বলেন, উন্নয়ন কর্মকণ্ডের কারণেই আগামী নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হবে আওয়ামী লীগ।
রং-বেরংয়ের পোষাক পড়ে নির্বাচনী প্রতীক নৌকার রেপ্লিকা নিয়ে, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসছেন বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৩ টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও, সকাল ১১ টার আগেই কানায় কানায় পুর্ণ হয়ে যায় ৪ লাখ ৭০ হাজার বর্গফুটের বিশাল পলো গ্রাউন্ড মাঠ। হাজারো নেতাকর্মি মাঠে ঢুকতে না পেরে, অবস্থান নেন রাস্তায়। একদিকে টাইগারপাস মোড় অন্যদিকে ফলমন্ডী পর্যন্ত লোকে লোকারণ্য।
মঞ্চের সামনে নেত্রীর কাছাকাছি ঠাঁই পেতে দুরদুরান্তের নেতাকর্মীরা আগের রাতেই চলে আসেন নগরীতে। [ফুটেজ-২] সকাল হতে না হতেই প্রবেশ করেন মাঠে। তাদের প্রত্যাশা, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই।
চট্টগ্রাম ছাড়াও আশপাশের এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন সমাবেশে। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন তারা।
নেত্রীর নির্দেশ পেলে বিজয়ের মাসে বিএনপি জামায়াতের নেতিবাচক রাজনীতি রুখে দিতে প্রস্তুতির কথাও জানান তৃণমুলের নেতারা।
পলোগ্রাউন্ডের মাঠে লাখো নেতাকর্মীর সমাবেশ ঘটিয়ে চট্টগ্রামের মানুষ বিএনপির প্রতি অনাস্থা জানিয়েছে বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের।