চিনির দাম খুব শিগগিরই কমবে : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
চিনির দাম খুব শিগগিরই কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে পর্যাপ্ত চিনি থাকার পরও দাম নিয়ন্ত্রণে আমদানিতে শুল্ক কমানোর কথা ভাবছে সরকার। সচিবালয়ে আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত পরামর্শক কমিটির সভা শেষে এসব কথা বলেন টিপু মুনশি।
গেল দুই সপ্তাহ ধরে দেশের চিনির বাজারে সংকট চলছে । দফায় দফায় দাম বাড়লেও মিলছে না চিনি।
দেশে চিনির চাহিদার প্রায় পুরোটাই আসে বেসরকারি চিনি পরিশোধনকারী কোম্পানিগুলো থেকে। নভেম্বরে চিনির দাম নির্ধারণ করে দেয়া হলেও দফায়-দফায় দাম বাড়িয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছে তারা । এমন পরিস্থিতিতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম নিয়ন্ত্রণে শুল্ক কমানোর কথা ভাবছে সরকার ।
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে সরকার নানা বিষয় নিয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী।
এদিকে, আসন্ন রোজায় যাতে নিত্যপণ্যের ঘাটতি না হয়, সে লক্ষ্যে এলসি খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।