নিউরোর চিকিৎসায় স্টেমসেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন কার্যকর : ডা. কাজী দীন মোহাম্মাদ
- আপডেট সময় : ১০:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোলজিস্ট প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মাদ বলেছেন, নিউরো’র মতো জটিল ও দীর্ঘমেয়াদী চিকিৎসায় প্রচলিত মেডিসিনের পাশাপাশি স্টেমসেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন খুবই কার্যকর। এব্যাপারে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ডা. কাজী দীন মোহাম্মদ।
নিউরোলজি বা নিউরোমেডিসিন চিকিৎসা শাস্ত্রের একটি বিভাগ, যা মানুষের শরীরের নার্ভ সিস্টেম নিয়ে কাজ করে।
নিউরোলজি চিকিৎসায় প্রচলিত মেডিসিনের পাশাপাশি স্টেমসেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিনের কার্যকারিতা নিয়ে রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে আয়োজন করা হয় বৈজ্ঞানিক সেমিনার।
দেশে সর্বপ্রথম আর্ন্তজাতিক মানের সিজিএমপি সুবিধাসমৃদ্ধ স্টেমসেল ল্যাব টোটিসেল আয়োজিত সেমিনারে, নিউরোলজির চিকিৎসার অত্যাধুনিক বিষয়াদি তুলে ধরেন দেশ বিদেশের প্রখ্যাত চিকিৎসক ও গবেষকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেশসেরা নিউরোলজিস্ট প্রফেসর ডা.কাজী দীন মোহাম্মদ বলেন, নিউরোলজি চিকিৎসায় নতুন নতুন প্রযুক্তি ও মেডিসিন আসছে।
অনুষ্ঠান শেষে তিনি জানান, নিউরোলজির চিকিৎসায় প্রচলিত মেডিসিনের পাশাপাশি স্টেমসেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন কার্যকর ভূমিকা পালন করে ।
স্টেমসেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিনের ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন ডা. কাজী দীন মোহাম্মদ।