উত্তরাঞ্চলে বাড়ছে কনকনে শীত
- আপডেট সময় : ০৪:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতবস্ত্রের অভাবে অসহায় মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে ৫৫ হাজার কম্বল ইতোমধ্যে বরাদ্দ পেয়েছেন।
বিতরণের জন্য সব উপজেলায় পাঠানো হয়েছে। রংপুর বিভাগে এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তা।
শীতের শুরুতেই ভালোই ঠাণ্ডা পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলে। আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন কুয়াশার কারণে শীত অনুভূত হচ্ছে। পর্যাপ্ত শীতের কাপড়ের অভাবে দিন কাটছে উত্তরাঞ্চলের দারিদ্র্যপীড়িত মানুষগুলোর।
শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতবস্ত্র প্রদানে প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শীতার্থ মানুষের। চলতি সপ্তাহে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসবে পারে।
শীত থেকে বাঁচতে বেশি করে শীতবস্ত্র পরিধানের লক্ষ্য রাখা উচিত বলে মনে করছেন চিকিৎসকরা। সরকারীভাবে রংপুর জেলার জন্য ৫৫ হাজার কম্বল দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
শীতার্থদের সহায়তা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সব মহলের।