উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ
- আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ১৭৪০ বার পড়া হয়েছে
উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। বিরোধীমত বিএনপির টানা কর্মসূচি শেষ হচ্ছে শনিবার। সেই গণসমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা। যে কোন কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন বন্দরনগরীর নেতাকর্মীরা।
গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরের যে কোন পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ তৈরি আছে বলেও জানান নেতারা। তবে এ সবের মধ্যে নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত বড় দুই দল, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারোই মনোযোগ নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা।
নির্বাচনের এক বছর আগে সাংগঠনিক সক্ষমতা দেখাতে চট্টগ্রাম থেকেই বিভাগীয় গণসমাবেশ শুরু করে বিএনপি। ঢাকার কর্মসূচি দিয়ে শেষ হচ্ছে দলটির রাজনৈতিক শোডাউন। সেদিনই ঘোষিত হবে পরবর্তী কর্মসূচি।
ঘোষিত কর্মসূচিতে প্রতিটি বিভাগের তৃণমুলের কর্মীদের সুপারিশ যোগ করা হয়েছে। ঢাকা থেকে দেয়া রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ও সফল করার প্রতিশ্রুতিও আছে বিভাগীয় নেতাদের।
বিএনপির পর একই মাঠে জনসভা করেছে আওয়ামী লীগও। ব্যাপক জনসমাগম ঘটিয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে দলটি। আন্দোলনের নামে অগণতান্ত্রিক কর্মসূচিতে বিএনপির জয়ী হতে দেয়া হবে না বলে জানাচ্ছেন মহানগরের নেতারা।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনকে গুরুত্ব না দিয়ে শক্তি প্রদর্শন করছে বড় রাজনৈতিক দলগুলো। এতে মুল সংকট হারিয়ে যাচ্ছে দৃশ্যপট থেকে।
দুই বড় দলকে নির্বাচনমুখী করতে স্ব-স্ব দলের পেশাজীবী সংগঠনগুলোকে আরো বেশি সক্রিয় হওয়ার আহ্বান রাজনীতি বিশ্লেষকদের।