বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পুরো রাজধানী ছিলো নিরাপত্তা বলয়ে

- আপডেট সময় : ০৯:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বিএনপির গণসমাবেশকে ঘিরে পুরো রাজধানীজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। সমাবেশস্থল থেকে শুরু করে নগরীর প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনায় বসানো হয়েছে তল্লাসী চৌকি। যে কোন ধরনের নাশকতা এড়াতে কাজ করছে পুলিশের ৩২ হাজার সদস্য। পুলিশ জানায়, নিরাপত্তার ঝুঁকি না থাকলেও, গণসমাবেশ ঘিরে নাশকতার চেষ্টা হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ, রেবসহ আইন-শৃঙ্খলা বাহিনী।
গণসমাবেশস্থল ছাড়াও নগরীর প্রবেশমুখের পাশাপাশি গুরুত্বপুর্ন সড়ক ও মোড়ে মোড়ে বসানো হয় তল্লাসী চৌকি।
আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পুরো রাজধানীতে অবস্থান নেয়।
যাত্রাবাড়ী মোড়ে এক বিএনপি কর্মীকে মেরে, পুলিশের হাতে তুলে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ নয়াপল্টন এলাকা পরিদর্শনের সময় গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ বলেন, সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকার তথ্য নেই।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে মোতায়েন রয়েছে ৩২ হাজার সদস্য।
নাশকতার তথ্য থাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রাখার কথা জানান তিনি।
আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার কারণে, রাজধানীতে বড়ো ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।