জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল হাব অন লোকালি লেড অ্যাডাপটেশনের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সরকার এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো, সামাজিক ও অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত, প্রান্তিক মানুষদের জীবনে তীব্রভাবে অনুভূত হয় জানিয়ে, সরকার প্রধান আরো বলেন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করতে কাজ করছে সরকার।