বিজয় দিবস কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ
- আপডেট সময় : ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে, বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশের নিযুক্ত বিদেশী কুটনীতিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্যারেডে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আধা-সামরিক বাহিনী, ফায়ার সার্ভিসের পাশাপাশি ২৩টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে।
১০টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে, জাতীয় প্যারেড স্কয়ারে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১০টা ৩০ মিনিটে সুসজ্জিত গাড়িবহরে নিয়ে প্যারেড স্কয়ারে প্রবেশ করেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাষ্ট্রপতিকে স্বাগত জানান। অভ্যার্থনা পর্বে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানগণ।
রাষ্ট্রপতির প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহনের মাধ্যমে শুরু হয়, বিজয় দিবস প্যারেডের মূল আনুষ্ঠানিকতা।
বিভিন্ন পদাতিকদের দৃপ্ত পদভারে শুরু হয় কুচকাওয়াজ। একে একে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্রবাহিনী, আধাসামরিক বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি অংশ নেয় ২৬টি কন্টিনজেট।
সমরাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় সার্বভৌম বাংলাদেশের সামরিক শক্তি। ত্রিমাত্রিক নৌবাহিনীর সাবমেরিন থেকে শুরু করে সেনাবহিনীর ট্যাঙ্ক ও সাজোয়া যান সবই অংশ নেয় প্যারেড আনুষ্ঠানিতায়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সুসজ্জিত প্রতীক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় উন্নয়নশীল বাংলাদেশকে।
কুচকাওয়াজে জাতীয় পতাকা ও বিভিন্ন বাহিনীর পতাকাবাহী প্যারাট্রুপারগণ মুগ্ধ করে সবাইকে।
বিমানবাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর ফ্লাইং এবং এ্যারোবেটিক ডিসপ্লে শুধু তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর নয়, নজর কাড়ে পুরো নগরবাসীর।