অবসরের সিদ্ধান্ত বদলালেন মেসি
- আপডেট সময় : ০৩:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে শিরোপা জিতে সারা বিশ্বের ফুটবল প্রেমি ও মেসি ভক্তরা যখন আনন্দে উচ্ছাসিত তখন আবারো অবসর প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করলেন লিওনেল মেসি।
ভিডিও লিঙ্ক- https://fb.watch/hvUWjQy9hW/
সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর মেসি বলেছিলেন সম্ভবত এটি তার শেষ বিশ্বকাপ। নিয়ম তান্ত্রিক ভাবেই যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দীর্ঘদিন বাকি। মেসিরও বয়স হয়েছে। তাই অনেকটা বেসুরো গলায় হয়তো অবসরের কথাই বলতে চেয়েছিলেন লিওনেল মেসি।
সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি বলেছিলেন, রোববারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকব। আর তাই এভাবে শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।’
কিন্তু টান টান উত্তেজনার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। তাই মেসিও সিদ্ধান্ত বদলে আবারও আকাশী সাদার জার্সিতে মাঠে নামার ঘোষণা দিলেন।
সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন মেসি। সকল আসর হিসেব করলে মেসির অর্জনটাও অন্যদের তুলনায় বেশি বলতে হবে। লীগের খেলায় অসাধারণ পারফরমেন্স একদম শুরু থেকেই। অন্যদিকে কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লীগসহ অসংখ্য শিরোপা জিতেছিলেন এই তারকা। তবে ফুটবলের বিশ্ব মঞ্চে শিরোপা জয় ছাড়া আলোচনায় থাকা প্রায় অসম্ভব। তাই মেসি বিশ্বকাপ জিতুক এটা যেমন তার যাওয়া ছিল তেমনি ভাবে চাওয়া ছিল প্রতিটি ফুটবল প্রেমির।
অবশেষে কাতার বিশ্বকাপের আসরে শিরোপা জিতে কলঙ্কমুক্ত হলেন ফুটবল তারকা লিওনেল মেসি। তবে এবার হয়তো দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আসায় অবসরের সিদ্ধান্ত বদলেছেন তিন। এমন গুঞ্জন শো’না যাচ্ছে সর্বত্র। তবে আরেকটি বিশ্বকাপের আসরে মেসিকে দেখা যাবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি লিওনেল মেসি। আপাতত শুধু অবসরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ভক্তদের।
2026 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ উদ্যোগে। তখন বর্তমান ৩৫ বছর বয়সী মেসির বয়স হবে ৩৯। তাই বয়সের বিষয়টি বিবেচনা করে অনেকেই মনে করছেন, অবসরে না যাওয়ার ঘোষণা দিলেও হয়তো আগামী বিশ্বকাপের আগেই সিদ্ধান্ত বদলাবেন মেসি।
তবে এখনই অবসর নিলেও ভক্তদের চাহিদা পূরণ করেই অবসরে যাবেন মেসি। বিশ্বকাপের শিরোপা জয়ে এই মেসিতেই সন্তুষ্ট ভক্তরা। তার এই জয়ে বিরোধী শিবিরের সমর্থকেরাও আনন্দিত। অবশেষে মেসির হাতে বিশ্বকাপ। মেসি এখন চ্যাম্পিয়নদের অধিনায়ক। ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়।
ফাইনালে শিরোপার সাথে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল বিজয়ী হয়েছিলেন এই তারকা। গোলের সংখ্যা একটু বেশি হলেই জয় করতেন গোল্ডেন বুটের মিশনও। সব মিলিয়ে এক দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন মেসি।
এর আগে দীর্ঘ ৩৬ বছর পূর্বে শিরোপা জয়ী হয়েছিল আরজেনটিনা। সেই আসরে মেরাডোনা আপন করে নিয়েছিলেন বিশ্বকাপ। তারপর দীর্ঘ তিন যুগ, আরজেনটিনা জয়ী হতে পারে নি বিশ্বকাপ। মেরাডোনা মেসির হাতে শিরোপা দেখতে চেয়েছিলেন। ২০১৪ সালে ফাইনালে জার্মানির সঙ্গে পরাজয়ের পর আশা ভঙ্গ হয় মেরাডোনার। এবার মেসি ঘরে ফিরবে বিশ্বকাপ নিয়ে। কিন্তু উল্লাস করার জন্য বেঁচে নেই মেরাডোনা। বেঁচে থাকলে সবচে বেশি খুশি হতেন মেসির এই পূর্বসূরী।
মেসি বিশ্বকাপ জিতেছে। বাড়ি ফিরবে ট্রফি নিয়ে। স্বাগত জানাতে প্রস্তুত আরজেনটিনা।
আনন্দ ভাগাভাগি করতে মেসির পরিবার কাতারে অবস্থান করছে। গতকালের ম্যাচ শেষে মেসির আনন্দ উদযাপনের এমন কয়েকটি পারিবারিক ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়।
শুধূ কি মেসির পরিবারে আনন্দ? নাকি পুরো বিশ্বই গতকাল মেসির আপন পরিবার হয়ে উঠেছিল, সেই প্রশ্ন প্রশ্নই থেকে গেল।