ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন রংপুর সিটি নির্বাচনের প্রার্থীরা
- আপডেট সময় : ০৫:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জয়ের আশায় দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন রংপুর সিটি নির্বাচনের প্রার্থীরা। এসময় কদর বেড়েছে ভোটারদের। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাঠ। একে অপরের বিরুদ্ধে অভিযোগের ডালি নিয়েও জড়ো হচ্ছেন বিভিন্ন নির্বাচনী এলাকায়।
রংপুর সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণার পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে নগরীর অলিগলি। নগরবাসীকে উন্নয়নের নানা প্রতিশ্রতি দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা এখন নিজেদের হিসেব কষতে ব্যস্ত।
কাচারী বাজার এলাকায় ভোটের প্রচারণায় যান আওয়ামী লীগের প্রার্থী। অভিযোগ করেন, নৌকার জোয়ারে ভয় পেয়ে অপপ্রচার করছে জাতীয় পাটি।
অপরদিকে রংপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগ করেন জার্তীয় পার্টির মেয়র প্রার্থী। তিনি আওয়ামী লীগের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ভোটের আগেই নৌকার পরাজয় হয়েছে।
২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার এবারই প্রথম ইভিএমে অধিকার প্রয়োগ করবেন।