দীর্ঘ ১২ বছরেও শেষ হয়নি আধুনিক জেলা কারাগারের নির্মাণ কাজ
- আপডেট সময় : ০২:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
খুলনায় দীর্ঘ ১২ বছরেও শেষ হয়নি আধুনিক জেলা কারাগারের নির্মাণ কাজ। আগামী বছরের শেষ নাগাদ কাজ শেষ হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট ঠিকাদার । দীর্ঘসূত্রিতায় প্রকল্প ঝুলে থাকলে ব্যয় বাড়ার সাথে সাথে কাজের মানও খারাপ হয় বলছেন, খুলনা নাগরিক সমাজে প্রতিনিধিরা।
খুলনা জেলা কারাগার নির্মানের শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১৪৪ কোটি টাকা। লক্ষ্য ছিল ২০১৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করা। দুই দফা মেয়াদ বাড়িয়ে এতে ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুন। কাজ শেষ করার নতুন সময় বেধে দেয়া হয় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। ভবনগুলোর অবকাঠামো নির্মাণ শেষ হলেও ওয়াকওয়ে,অভ্যন্তরীণ সড়কের কাজ এখনও শুরু হয়নি। তবে গণপূর্ত বিভাগ বলছে,আগামী জুনের মধ্যে কাজ শেষ করতে চান তারা।
খুলনা জেলখানা সংশ্লিষ্ট ঠিকাদাররা বলছেন,দুই বার প্রকল্পর মেয়াদ ও ব্যয় বাড়ালেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১৪ সালের সিডিউল অনুযায়ী কাজ করতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।খুলনার নাগরিক সমাজের নেতারা বলছেন,দীর্ঘসূত্রীতার কারণে বছরের পর বছর প্রকল্প ঝুলে থাকে । এটি নিরসন করতে না পারলে রাষ্ট্রের অর্থের অপচয় হয়।
দ্রুত সময়ের মধ্যে নতুন কারাগারে উদ্ধোধান হলে বন্দিদের ভোগান্তি কমে আসবে।