জামালপুরে সরিষার বাম্পার ফলন
- আপডেট সময় : ০২:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
অনুকুল পরিবেশে জামালপুরে সরিষার ফলন ভালো হয়েছে। বাড়তি দু-পয়সা আয়ের সম্ভাবনায় এই আবাদ করেছে কৃষকরা।
যুদ্ধের কারণে হঠাৎ করে দেশে বেড়ে যায় সয়াবিন তেলের দাম। সরকার ঘোষণা দেয় তেল বানাতে সরিষা চাষের ওপর নির্দেশনা দেয়। এ লক্ষ্যে সারাদেশে এ বছর আগ্রহ বাড়ে সরিষা চাষে।
অনুকুল পরিবেশ আর বারি-১৪ ও টরি -৭ জাতের বীজের সহজ লভ্যতায় এবার জামালপুর জেলার ৭টি উপজেলায় ৩২ হাজার ৫শ’ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গেলো বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা ব্যাপকভাবে ঝুঁকে পড়ে সরিষা আবাদে।
বাজারে সরিষার দাম মন প্রতি প্রায় সাড়ে ৩ হাজার টাকার মতো। যা ৪শ’ থেকে ৬শ টাকা বেশি দরে বিক্রি করা যাবে বলে প্রত্যাশা চাষীদের। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, রোগ বালাই কম থাকায় ও পরাগায়নে জামালপুরে এবার সরিষার ভালো ফলন হয়েছে।
সব মিলিয়ে চলতি মৌসুমে ২৭ হাজার ৩শ’ হেক্টর জমিতে ৩৪ হাজার ১২৫ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। উৎপাদনের আশা ৪০ হাজার ৬২৫ টন। মাস দুয়েক পরে এই ফসল ঘরে তুলবেন চাষীরা।