ইতিহাস গড়ার সুযোগ পেয়েও বঞ্চিত হলো বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ইতিহাস গড়ার সুযোগ পেয়েও বঞ্চিত হলো বাংলাদেশ। খেসারত দিতে হলো ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের। মিরাজ ও সাকিবের দুর্দান্ত বোলিং ঢাকা টেস্টে জয় পেলো না ভারতের কাছে। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে ভারতকে দারুণ এক জয় এনে দেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। ৩ উইকেটে জিতে ২-০ তে সিরিজ জিতলো সফরকারীরা। ম্যাচ সেরা অশ্বিন আর সিরিজ সেরা হয়েছেন চেতশ্বর পূজারা।
নিজেকে কিভাবে ক্ষমা করবেন মমিনুল হক?। ভারতের বিপক্ষে যখন প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ তখন অশ্বিনের ক্যাচ ছেড়ে দেন লিটল মাস্টার। তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত কোন নাটকীয়তা নয়। ১ রানে জীবন পাওয়া অশ্বিনের ব্যাটে ঠিকই মিরপুরে রচিত হলো টাইগারদের ব্যর্থতার গল্প। আরও একটি ম্যাচ। ভারতের বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের।
তাতে অবশ্য বোলারদের দায়টাও কম নয়। ৭৫ রানে ভারতীয় ৭ ব্যাটারকে ফেরানোর পর পরের সময়টায় যেন সেই পরিচিত নখদন্তহীন টাইগার বোলাররা। যার ষোলআনা ফায়দা নিয়েছেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। অষ্টম উইকেটে গড়লেন ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি। যেখানে অশ্বিনের ৪২ রান ছাড়াও আইয়ারের অবদান ২৯।
অথচ বড় দিনে বড় স্বপ্ন নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলো বাংলাদেশ। যার পরিধি বাড়িয়েছিলেন মেহেদী মিরাজ আর সাকিব আল হাসান। ৬ উইকেট নেয়ার সমীকরণকে সহজ করেছিলেন দিনের শুরুতে ভারতীয় ৩ ব্যাটারকে ফিরিয়ে।
এরপর স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো ম্যাচ জয়ের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে। ৩ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো ভারত।হোয়াইট ওয়াশ টাইগাররা।