‘এতবার পার্টির দায়িত্বে থাকা ঠিক না, বয়স হয়েছে এটা মনে রাখতে হবে’
- আপডেট সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৮২১ বার পড়া হয়েছে
পরপর ১০ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে।’
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আজ (২৫ ডিসেম্বর) রোববার দুপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।
দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়… বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে।’
নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যা-ই হোক আপনারা (গণভবনে) এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণেরই ভবন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের আস্থা-বিশ্বাস এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নেই। একমাত্র জনগনের শক্তিতেই আমরা বিশ্বাস করি। কেউ যদি খুব স্বাধীনচেতা হয় তবে অনেকেই তাদের পছন্দ করে না। অনেক বড় বড় দেশ, বাংলাদেশ স্বাধীনের বিরোধীরা কখনো এটা পছন্দ করবে না। আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মানুষের উন্নতি এটা কেউ আটকাতে পারবে না। যেটা জাতির পিতা বলে গেছেন, ‘কেউ দাবায় রাখতে পারবা না।’ এটা আপনারা সবাই মাথায় রেখেই সংগঠনকে গুরুত্ব দেবেন। সংগঠনকে শক্তিশালী করবেন। এটাই আমার অনুরোধ।’
এদিন সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
গত শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশন উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে দলের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এরপর অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
সম্মেলনে দশমবারের মত দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। আর ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।