রাত ১২ টায় শেষ হচ্ছে রংপুর সিটি নির্বাচনের প্রচারনা, মুখোমুখি আ.লীগ ও জাপা
- আপডেট সময় : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
আজ রাত ১২ টায় শেষ হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার । নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিটি কর্পোরেশন এলাকা। মোটর সাইকেল সহ যন্ত্রচালিত যানবাহন চলাচল আজ মধ্যরাত থেকে বন্ধ থাকবে। কাল থেকে ১৫ জন জুডিশিয়াল ও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকছেন।
শেষ মুহুর্তে এসে প্রার্থীদের দম ফেলার আর সময় নেই, ঘন্টা নয় এবার মিনিটের হিসেব কষে তারা ছুটছেন নগরীর বিভিন্ন এলাকায়। ভোটারদের সাথে দেখা করা, ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নগরীর জীবন বীমা চত্বরে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন নির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু রয়েছে, নির্বাচন নিয়ে কোন কারচুপি হলে রংপুরের মানুষ কাউকে ছেড়ে দেবে না লাঙ্গলে ভোট দেয়ার জন্য জোট বেধেছে রংপুরবাসী।
অপরদিকে সকালে নগরীর পুলিশ লাইনের সামনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনেয়ারা লুৎফা ডালিয়া বলেন বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে রংপুরের মানুষ নৌকা মার্কায় ভোট দিতে চমৎকার সাড়া দিচ্ছেন
নির্বাচনে ভোটকেন্দ্রে কোন অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি হওয়ায় ফলাফলে প্রভাব পড়বে নারী ভোটে এমনটা অনেকে ধারণা করছেন।
৩৩ টি ওয়ার্ডে মোট ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার। ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।