আজ মুক্তি পেলো শিরিন শিলার ‘বীরাঙ্গনা ৭১’
- আপডেট সময় : ০২:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / ১৮২৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। আজ ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’। এতে শিরিন শিলার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন এম সাখাওয়াত হোসেন।
নতুন চলচ্চিত্র নিয়ে শিরিন শিলা বলেন, ‘এবারই প্রথম মুক্তিযুদ্ধের ছবিতে কাজ করলাম। এমন একটি চরিত্রে অভিনয় করা ভাগ্যের ব্যাপার। চরিত্রটি ধারণের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। প্রথমবার মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করেছি। তাই এ ছবির প্রতি দরদ অন্যরকম।
তিনি আরও বলেন, ‘কেউ বীরাঙ্গনা হয়ে জন্মায় না। এ ছবিতে আমি গ্রামের উচ্ছ্বল একজন মেয়ে। যারা বাবা গানের শিক্ষক। যুদ্ধ শুরু হলে আমাকে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী। আমি বাকি দশজনের মতো নই। গ্রামের অন্য মেয়েদের বাঁচাতে গিয়ে নিজে বিপদের মুখে পড়ে যাই। একটা পর্যায়ে সমাজের কাছে আমার পরিচয় হয় বীরাঙ্গনা। এরকম একটি গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। আশা করি, দর্শকদের ছবিটি ভালো লাগবে।’
এই ছবিতে শিরিন শিলা-শাহেদ শরীফ খান ছাড়াও আরও কাজ করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী সহ আরো অনেকে।
উল্লেখ্য, সামনের বছর বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র মুক্তি পাবে। উল্লেখযোগ্য- মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’, সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, চন্দন চৌধুরীর ’২৪.৩ এর রাত’ ও মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙ্গা সংসার’। এছাড়া কাজ করছেন আনোয়ার শিকদারের ‘ভালোবাসি তোমায়’ ছবিতে।