শীতের প্রকোপে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনপদ
- আপডেট সময় : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
উত্তর পশ্চিমাঞ্চলের জনপদে প্রতিদিন একটু একটু বাড়ছে শীতের প্রকোপ। তাপমাত্রার পারদ নিম্নগামী হওয়ায় বেলা গড়ালেও কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ১২ ডিগ্রি সেলসিয়াসে আসলেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা প্রচণ্ড। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের বাড়ছে দুর্ভোগ।
কয়েকদিন ধরে হাড়কাঁপানো ঠান্ডায় দুর্ভোগ বেড়েই চলেছে কুড়িগ্রামের মানুষের। সন্ধা থেকে পরের দিন দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের হচ্ছেন না কেউ।
চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। বছরের ১ম দিনেই শিক্ষির্থীদের সমস্যায় পড়তে হয়।
বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত ও নতুন বছরকে বরণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। সকাল ১০টায় নদীপথ কিছুটা পরিষ্কার হওয়ায় ফেরি চলাচলের অনুমতি দেয়া হয়।