কালাজ্বর শনাক্তে নতুন মলিকিউলার ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিমের নেতৃত্বে একদল গবেষক কালাজ্বর শনাক্তে নতুন মলিকিউলার ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ আবিস্কারে সময় লেগেছে সাত বছর।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কালাজ্বর শনাক্তে গতানুগতিকভাবে অনুসৃত বোনম্যারো, স্প্লিন এসপিরেট কিংবা লিভার বায়োপসির পরিবর্তে মূত্র নমুনা ব্যবহার করে এই মলিকিউলার ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। আর এতে সময় লাগবে ১ থেকে ৩ ঘন্টা। আরটিপিসিআর ল্যাবের মাধ্যমে মূত্র থেকে কালাজ্বর শনাক্ত করা হবে। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দেশের ইতিহাসে এটি একটি নতুন উদ্ভাবন। যা এসডিজি অর্জনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।