রণেভঙ্গ দিয়ে পিছু হটেছেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য
- আপডেট সময় : ০৬:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
এবার রণেভঙ্গ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য। আন্দোলন-কর্মসূচির ডাক দিয়ে পিছু হটেছেন তিনি। তার এমন রহস্যজনক ভূমিকায় চটেছেন শিক্ষক ও কর্মকর্তারা। কাফনের কাপড় পাঠিয়ে ৯ শিক্ষক ও কর্মকর্তাকে হুমকির ঘটনার প্রায় দু’সপ্তাহ পরও অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তাই আন্দোলনে নেমেছেন শিক্ষক-কর্মকর্তারা।
কাফনের কাপড় পাঠিয়ে হুমকিদাতাদের চিহ্নিত করার দাবিতে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেনের নির্দেশে মানববন্ধন কর্মসুচির ডাক দেন রেজিস্ট্রার। বেলা ১১টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও কর্মকর্তারা।
কিন্তু মানববন্ধনের ঘোষণা দিয়ে নিজেই রণভঙ্গ দেন ভারপ্রাপ্ত উপাচার্য। কর্মসুচি ডেকে তিনি হাজির না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষকরা।
উপাচার্যর খোঁজে দপ্তরে গেলেও তালাবদ্ধ দেখা যায় তাঁর কক্ষ। বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ পেলে অভিযোগ খতিয়ে দেখা হবে।
এর আগে অজ্ঞাত ঠিকানা থেকে ২১ডিসেম্বর রুয়েটের সদ্য সাবেক উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সভাপতিসহ ৯ শিক্ষক ও কর্মকর্তার নামে ডাকযোগে কাফনের কাপড় পাঠানো হয়।