সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করে জনগণের আস্থা অর্জন করেছে পুলিশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
সাধারণ মানুষের আস্থা অর্জন ও জনবান্ধব বাহিনী হিসেবে দেশের অগ্রযাত্রায় সামিল হতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ত্রি-মাত্রিক স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে বলেও জানান, সরকার প্রধান। ২০১৩-১৪ সালে প্রকাশ্যে পুলিশের উপর বিএনপি-জামায়াতের হামলাকে নজিরবিহীন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ঘড়ির কাটায় সকাল ১০টা। পৌষের আকাশে তখনও নেই সূর্যের দেখা। কুয়াশায় মোড়া রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউণ্ডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
এরপর পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’। এবার ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১১৭ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম প্রদান করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদক প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন যে কোন বাহিনীর জন্য জনগনের আস্থা অর্জণ গুরুত্বপূর্ন।
মাদক, চোরাচালান ও জঙ্গীবাদ দমনে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করে আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার নেয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্য সৃষ্ট দুযোগ থেকে জনগনকে রক্ষায় এ বাহিনীকে সতর্ক থাকার আহ্বানও জানান সরকার প্রধান।
সব বাঁধা বিপত্তি জয় বাংলাদেশ অপ্রিরোধ্য গতিতে এগিয়ে যাবে, এমন প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।