রাজধানীতে শীতের তীব্রতা বেড়েছে
- আপডেট সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ। সকাল সাড়ে ১১টায় মেলেনি সূর্যের দেখা। এদিকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। মানিকগঞ্জে, সাতক্ষীরা, মেহেরপুর, সিরাজগঞ্জে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বেড়েছে। গরম কাপড়ের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন সাধারণ মানুষ। সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ঢাকায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে। এটা আরও কমবে। তাপমাত্রা কমার কারণ হলো; রাতের তুলনায় হঠাৎই দিনের তাপমাত্রা কম, ব্যাপক কুয়াশা এবং সূর্যের দেখা না পাওয়া। এসব কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেশ কমেছে।
শৈত প্রবাহে মানিকগঞ্জের সরকারী-বেসরকারী হাসপাতলে বেড়েছে ঠান্ডাজনীত রোগীর সংখ্যা। ঠান্ডার সাথে তীব্র বাতাসে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাত হলেই বৃষ্টির মত পড়তে থাকে কুয়াশা।
সাতক্ষীরায় কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় বেড়েছে জনভোগান্তি। আবহাওয়া অফিস কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সকাল ৭ টায় সাতক্ষীরায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।
তীব্র শীতে মেহেরপুরেও বিপর্যস্ত জনজীবন। গেল তিন ধরে সূর্যের দেখা মিলছে সামন্যই। কুয়াশার চাদরে ঢাকা পূরো জেলা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বইছে উত্তরের হিমেল হাওয়া। সবচেয়ে বেশি বিপাকে রয়েছন গাড়ির চালক ও ছিন্নমূল মানুষ।
সিরাজগঞ্জে বাড়ছে শৈত্য প্রবাহ। কমছে তাপমাত্রা। প্রতিদিনই বিকেল থেকে পরের দিন দুপুর পর্যন্ত দেখা মেলে না সূর্যের। এতে চরম বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। বৈরী আবহাওয়ায় বিক্রি বেড়েছে গরম কাপড়ের। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
টানা কয়েকদিনের শৈত্য প্রবাহের নাকাল দিনাজপুরবাসী। কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বাড়িয়ছে শীতের মাত্রা। দিনাজপুর আবহাওয়া কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।
চুয়াডাঙ্গায় গত ২ দিন ধরে সূর্যের দেখা নেই। বইছে হিমেল বাতাস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। বিকাল হতে না হতেই সন্ধ্যার আমেজ বিরাজ করে। বেড়েছে গরম কাপড়ের কেনাবেচা।
কনকনে শীতে কাহিল ঝিনাইদহের জীবনযাত্রা। বিপর্যস্ত সাধারণ মানুষ। বেশি কষ্ট পাচ্ছেন দিনমজুর। শীত উপেক্ষা করে সকালেই কাজের সন্ধানে ছুটছে তারা।