অবশেষে ভ্যাট জমা দিলো সাকিবের মালিকাধীন রেস্তোরাঁ
- আপডেট সময় : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ১৮১২ বার পড়া হয়েছে
ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মালিকানাধীন বন্ধ প্রতিষ্ঠান ‘সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট’-এর বকেয়া মূল্য সংযোজন কর বা ভ্যাট অবশেষে সরকারি কোষাগারে জমা হয়েছে।
বকেয়া পরিশোধ করার জন্য তাগিদ দেয়ার ২৭ দিন পর ৩ লাখ ৯২ হাজার টাকা সুদসহ বকেয়া ভ্যাট জমা পড়ে। তবে এই টাকা কে জমা দিয়েছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এনবিআর জানিয়েছে, তারা টাকা পেয়েছে। কিন্তু রেস্টুরেন্টের বর্তমান মালিকদের একজন বলেছেন, তারা টাকা দেননি, তাদের এখন বকেয়াও নেই।
ভ্যাট ফাঁকি বা না দেয়ার কারণে গত ৫ ডিসেম্বর রেস্তরার ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনাযোগ্য বা ফ্রিজ করার জন্য সুপারিশ করা হয়েছিল। তবে বকেয়া ভ্যাট সরকারি কোষাগার জমা হওয়ায় ওই রেস্তোরাঁর ব্যাংক হিসাব সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা পশ্চিমের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মিরপুর বিভাগ থেকে দেওয়া চিঠির সূত্রে এমন তথ্য জানা গেছে।
এনবিআরের ভ্যাট বিভাগের সদস্য বরাবর দেওয়া চিঠিতে বলা হয়েছে, যেহেতু সাকিব ৭৫ (নিবন্ধন নং-১৭০৬১০৫৯৭৭৫) রেস্টুরেন্টের নিজ চূড়ান্ত দাবিনামার পরিপ্রেক্ষিতে প্রাপ্য বকেয়া মোট ৩ লাখ ৯২ হাজার ৮৮৮ টাকা এবং অনাদায়ীকাল পর্যন্ত মাসিক ২ শতাংশ হারে প্রযোজ্য সুদ পাওনা ছিল।
সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট এক সময় মিরপুরের রবিউল প্লাজায় ছিলো। তবে সেটি ২০২০ সালেই বন্ধ করে দেয়া হয়। এখন একই নামে ধানমন্ডিতে আরও একটি রেস্টুরেন্ট খোলা হয়েছে।
যোগাযোগ করা হলে ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার মোবারা খানম দৈনিক বাংলাকে বলেন, ‘বকেয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য নোটিশ করা হয়। বকেয়া ভ্যাট পরিশোধের জন্য নিয়ম মোতাবেক ব্যবস্থা নেয়ার পরই পরিশোধ হয়েছে। ফলে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আর কার্যকর হবে না।’
ডয়চে ভেলে