স্পিকার নির্বাচন করতে পারেনি যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ষষ্ঠ দফার ভোটেও স্পিকার নির্বাচন করতে পারেনি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। যথারীতি এই দফার ভোটেও হেরেছেন সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।
ষষ্ঠ দফার ভোটে কোনো ফল না আসায় গতকাল রাতে কার্যক্রম মুলতবি করা হয়। দুপুরে আবার বৈঠকে বসবে প্রতিনিধি পরিষদ। স্পিকার হতে একজন প্রার্থীর ২১৮ ভোট দরকার। কিন্তু, ভোটে কেভিন ম্যাকার্থিসহ কোনো প্রার্থী ওই পরিমাণ ভোট পাননি। স্পিকার নির্বাচনে গত মঙ্গলবার তিন দফায় ভোট হয়।ফলাফল না আসায় গতকাল আরও তিন দফায় ভোট গ্রহণ করা হয়। কিন্তু তাতেও ফল আসেনি। এতে স্পিকার নির্বাচনের ভোট তৃতীয় দিনে গড়ায়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটনা ঘটল। এর আগে ১৯২৩ সালে প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন মুলতবির ঘটনা ঘটে।